পাতা:লালন-গীতিকা.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৬০
লালন-গীতিকা
২৬০

নদীর জল কূপজল হয়
বিলে বাওড়েতে রয়
সাধ্য কি গঙ্গাতে যায়
গঙ্গা না এলে পরে।
জীবের ওমনি ভজেন ব্রহ্ম
তােমার দয়া নাই যারে ।
যন্ত্র পড়িয়ে অত্র রয় যদি
লক্ষ বৎসর যন্ত্ৰী বিহনে
যন্ত্র কভু না বাজতে পারে।
আমি যন্ত্র, তুমি যন্ত্রী
সুবােল ধরাও মােরে ।
পতিতপাবন নামটি
শাস্ত্রে শুনেছি খাঁটি
পতিত না তরাও যদি
কে কবে ঐ নাম ধরে।
লালন বলে, তরাও গাে সাই
এ ভবকারাগারে।


৩৭৬

ভজনের নিগুঢ় কথা যাতে আছে।
বে-মর্ম রে বেদ ছাড়া ভেদ বিধান সে যে।
চার বেদে দিক নিরূপণ
অষ্ট বেদ বসুর কারণ
রসিক হইলে জানে সেজন
আর ঠাই মিছে