পাতা:লালন-গীতিকা.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা আমি পাপী ডাকছি সদায় দয়া হবে কোন কালে ॥ অহল্যা পাষাণ ছিল সেও তো মানুষ হইল তোমার চরণ-ধূলাতে । আমি তোমার কেউ নহি গো তাই কি মনে ভাবিলে ॥ তোমার নাম লয়ে যদি মরি দেখবে তবু তোমারি আর যাব কোন কুলে । তোমা বই আর কেউ নাই আমার লালন কেন্দে বলে ॥ 8 ՖՀ জানবো হে এই পাপী হইতে । যদি এসে হে গোঁর জীবকে তারিতে ॥ নদীয়া-নগরে যতজন সবারে বিলালে প্রেমধন আমি নর-অধম, না জানি মরম চাইলে না হে গৌর আম পানেতে ॥ তোমারি স্বপ্রেমের হাওয়ায় কাষ্ঠের পুতলি নলিন হয় আমি দীনহীন ভজন-বিহীন অ-পার হয়ে বসে আছি এ পথে ॥ মলয় পর্বতেরি উপর যত বৃক্ষ সকলি হয় সার こb*