পাতা:লালন-গীতিকা.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮৬
লালন-গীতিকা

কেবল যায় জানা, বাঁশে সার হয় না,
লালন পেল তেমনি প্রেমশূন্য চিতে॥

৪১৩

এ দেশেতে এই সুখ হ’ল
আবার কোথা যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা নৌকা
জনম গেল ছেচতে পানি॥
কার বা আমি, কে বা আমার,
প্রাপ্ত-বস্তু ঠিক নাই তার,
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি॥
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়ালচাঁদের দয়া হবে,
কতদিন এই হালে যাবে
বাহিয়ে পাপের তরণী॥
কার দোষ দিব এ ভুবনে,
হীন হয়েছি ভজন-গুণে,
লালন বলে, কতদিনে
পাব সাঁইর চরণ দুখানি॥

৪১৪

এমন মানব-জনম আর কি হবে।
মন যা করো ত্বরায় করো এই ভবে॥