পাতা:লালন-গীতিকা.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৯৮
লালন-গীতিকা

আর কখন কি করবি বলল
হয় না সে বিবেচনা॥
দেব-দেবতার বাসনা যে
মানুষো-জন্মের লাগিয়ে
লালন কয়, সে মানুষ হয়ে
মানুষের করণ জেনলে না

৪৩১

আমার মনেরে বোঝাই কিসে।
ভব-যাতনা আমার জ্ঞানচক্ষু আঁধার
ঘিরলো রে যেমন রাহুতে এসে॥
যেমন বনে আগুন লাগে সবায় তাহা দেখে।
মন আগুন কে দেখে মন কটা কে সে
যে আশাতে আমার ভবে আসা হ'লো
অসারো ভাবিয়ে জনম ফুরাইলো
পূর্বে যে সুকৃতি ছিল, পেলাম সেহি ফল,
না জানি কি আর হবে রে শেষে॥
আমি গুণে আনি দেওয়া হয়ে যায় রে কুও
আমার হ’ল তেমনি সকল কর্ম ভুও
কারে বলব এসব কথা কে ঘুচাবে ব্যথা
মন-আগুনে মন দগ্ধ হতেছে॥
এ ভুবনে বিধি বড় বল ধরে
কর্মফাঁসে বেঁধে মারিল আমারে,
কেন্দে লালন ফকির সদায় দিচ্ছে গুরুর দোহাই,
আর যেন আসিনে এমন দেশে॥