পাতা:লালন-গীতিকা.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৩০১

৪৩৫

উদয় কাল কলি রে ভাই কলি আমি বলি তাই।
হাগড়া বেদে নেংটি ছিঁড়ে লোক বুঝি হাসিয়ে যায়॥
কলিকালে অ-মানুষের জোর
যত ভাল মানুষ বানায় তারা চোর,
সমঝে ভবে না চলিলে
বোম্বেটের হাতে পড়বি ভাই॥
কারে বিশ্বাস কেউ করে না
ওগো শঠে শঠে সকল কারখানা
ছিটেফোঁটা তন্ত্রমন্ত্র
কলির ধর্ম দেখতে পাই॥
যত মা-মারা বাপ-বদলানে
সবাই কলিকালে বেশী ভাগ পায়।
ফকির লালন বলে, ঘোর কলিতে
ধর্ম রাখা কি উপায় গো কি উপায়॥

৪৩৬

হীরে লাল মতির দোকানে গেলে না।
সদাই কিনলি রে সব পিতলদানা॥
চটকে ভুলে রে ও মন
হারালি তুই অমূল্য ধন
এবার হেরে বাজী কেন্দলে তখন
আর সারে না॥
শেষের কথা আগে ভাবে
উচিত বটে তাই জানিবে
এবার গত কর্মের বিধি কি রে
মন-রসনা॥