পাতা:লালন-গীতিকা.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০২
লালন-গীতিকা

ব্যাপারের লাভ করলি ভালো
সে গুণপনা জানা গেল
অধীন লালন বলে, মিছে হ’লো
আ’না-যা'না

৪৩৭

ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে।
সেই যে কথার পাইনে বিচার
কারো কাছে শুধালে॥
ম’লে হয় ঈশ্বর-প্রোপ্ত
সাধু অসাধু সমস্ত
তবে কেনে জপ তপ এত
করে রে জল-স্থলে॥
যে পঞ্চে পঞ্চভূত হয়
ম’লে তা যদি তাতে মিশায়
ঈশ্বর-অংশ ঈশ্বরে যায়
স্বর্গ-নরক কার মেলে॥
জীবের এই শরীরে
ঈশ্বর-অংশ বলি কারে
লালন বলে, চিনলে তারে
মরার ফল তা যায় ফলে

৪৩৮

মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে।
কেউ বলে শ্রীকৃষ্ণ মূল, কেউ বলে মূল ব্রহ্ম সে॥