পাতা:লালন-গীতিকা.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০৬
লালন-গীতিকা

কোথা হইতে এলো শীড়ি
জেনতে উচিত চাই॥
ফকিরি গোরোর মাঝার
দেখ হে করিয়ে বিচার
ও সে সাধা সোহাগী সবার
আধ ঘর শুনতে পাই॥
সাধা সোহাগীর ভাবে
প্রকৃতি হইতে হবে
সাঁই লালন কয়, মন পাবি তবে
ভাব-সমুদ্রে থাই॥

৪৪৪

ফেরেব ছেড়ে করো ফকিরি।
দিন তোর হেলায় হেলায় হ’ল আখেরি॥
ফেরেবি ফকিরি দাড়া
দরগা নিশান ঝাণ্টাগাড়া
গলে বেঁধে ছড়া-মড়া
সিন্নি খাওয়ার ফিকিরি॥
আসল ফকিরী মতে
বাহ্য আলাপ নাইগো তাতে
চলে শুদ্ধ সহজ পথে
অবোধ গো-বোধের চটক ভারী॥
নাম গোয়ালা কাজী ভক্ষণ
তোমার দেখি তেমনি লক্ষণ
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
সাধুর কাছে জুয়াচুরি॥