এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিক రిe s o
তার গোল কেনে আর এত
লালন বলে, লাথিয়ে পাকায়
সে ফল কি হয় মিঠা ॥
88も* বিষয়-বিষে চঞ্চল মন দিব-রজনী । মন তো বোঝালে বোঝে না ধর্মকাহিনী ॥
বিষয় ছাড়িয়ে কবে
মন আমার শাস্ত হবে হে আমি কবে সে চরণ করিব স্মরণ
যাতে শীতল হবে তাপিত প্রাণী ॥ কোন দিন শ্মশানবাসী হবে। কি ধন সঙ্গে লয়ে যাবো হে আমি কি করি কই, ভূতের বোঝা বই
একদিন ভাবলেম না গুরুর বাণী ॥ জানি ও দেহেতে বাসা তাইতে এত অাশার আশা হে অধীন লালন তাই বলে, নিগুৰ্ণ হইলে
আর কতই কি মনে করতে না জানি ॥
8 8 ગ
মানুষ বালক দিবে নেহারে ।
রও মন কপাট মারো কামের ঘরে ॥ হাওয়া ধরো, অগ্নি স্থির করো যাতে মরিয়ে বাচিতে পারে।
মন রে, মরণের আগে মরে
শমন যাক ফিরে ।