এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা 8 מס\
আছে রূপের দরজায় শ্রীরূপ মহাশয়
রূপের তালা-ছোড়ান তার হাতে সদায়,
যে জন শ্রীরূপ-গত হবে, তালার ছোড়ান পাবে
অধীন লালন বলে, অধর ধরবে তারা
8Q と。
মানুষের করণ সে কি রে সাধারণ
জানে রসিক যারা । টলে জীব বিবাগী অটল ঈশ্বর রাগী সেও রাগ লেখে
বৈদিক রাগের ধারা ॥ যদি ফুলের সন্ধিঘরে বিন্দু পড়ে ঝরে
আর কি রসিক ভেয়ে হাতে পায় তারে নীরে ক্ষীরে মিশায়, সে পড়ে তুর্দশায়
না মিশালে হীন অঙ্গ বিফল পারা ॥ হ’লে বাণে বাণ ক্ষেপণা, বিষের উপার্জন৷
অধোপথে গতি উভয় শেষখানা পঞ্চবাণের ছিলে ক্রমশ কাটিলে,
তবে হবে মানুষের করণ সারা ॥ ওসে রসিক শিখরে যে মানুষ বাস করে
হেতুশূন্ত করণ সে মানুষের দ্বারে নিরহেতু বিশ্বাসে মেলে সে মানুষ
অধীন লালন ফকির কাম-হেতু যায় মারা ॥
8《: 이
বিষামৃত আছে রে মাখা-চোখা । কেবা শোনে কেবা বাজায় যায় না জীবের দেল ধোক ॥