পাতা:লালন-গীতিকা.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
লালন-গীতিকা

নিত্য ভেবে নিত্য থেকো
লীলার বশে যেও নাকো
যে[১] দেশেতে মহাপ্রলয়
মায়েতে পুত্র ধরে খায়
ভেবে বুঝে দেখ মনুরায়
এমন[২] দেশে[২] কাজ কি যেয়ে
পঞ্চ বাণের ছিলে কেটে
প্রেম যজ স্বরূপের হাটে
সিরাজ সাঁই বলে রে, লালন
বৈদিক বাণে করিস নে রণ
বাণ হারায়ে পড়বি তখন
রণ-খেলাতে[৩] হুবড়ি খেয়ে॥

৪৩

কেন খুঁজিস মনের মানুষ বনে সদায়।
নিজ আত্মা যেরূপ আছে সেরূপ দীন দয়াময়॥
কারে বলি জীবের আত্মা
কারে বলি স্বয়ং কর্তা
আচ্ছা দেখি ছাটা চক্ষে
ভিল্কি লেগে যায়॥
বল কি তার আজব খেলা
আপনি গুরু আপনি (চেলা)
পড়ে ভূত ভুবনের পণ্ডিত যে জন
আত্মতত্ত্বের প্রবক্তা নয়॥

  1. সে
  2. ২.০ ২.১ সে দেশে তোর
  3. রণ-খোলাতে