পাতা:লালন-গীতিকা.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
লালন-গীতিকা

কমল ফোটা কারে বলি
কোন্ মোকাম তার কোথা গলি,
কোন্ সময় প'ড়ে ফুলে,
মধু খায় সে অলি জনা॥
অন্য জ্ঞান যার সখ্য মোক্ষ,
সাধকের উপলক্ষ,
অপরূপ তার ব্রহ্ম
দেখলে চক্ষের পাপ থাকে না॥
শুষ্ক নদীর সুখ সরোবর,
তিলে তিলে হয় গো সাঁতার,
লালন কয়, কৃতিকর্ম্মার
কি কারখানা॥

৪৬

হায় কি কলের ঘরখানি বেঁধে,
তাহে[১] বিরাজ করে সাঁই আমার
দেখবি যদি সে কুদরতি দেল-দরিয়ায় খবর কর॥
জলের জোড়া সকল সেই ঘরে,
তার খুঁটির গোড়া শূন্যের উপরে,
আবার শূন্যের উপর ভাব-সন্ধি ক'রে
চার যুগে আছে অধর॥
তিল পরিমাণ জায়গা বলা যায়
(আছে) শত শত কুঠরি কোঠা তায়
(ও তার) নিচে উপর নয়টি দুয়ার
নয় ভাবে সাঁই দিচ্ছে বার॥

  1. সদায়