পাতা:লালন-গীতিকা.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
লালন-গীতিকা

লালন কয়, তবে করতে পার,
মূল ঠিকানা।॥

৮৩

সেভাব উদয় না হলে,
কে পারে সেই অধর চাঁদের বারাম কোন কালে[১]
ডাঙ্গাতে পাতিয়ে আসন,
জলে রয় তার কৃতি এমন,
বেদে কি তার পায় অন্বেষণ,
রাগের পথ ভুলে॥
ঘর ছেড়ে বৃক্ষেতে বাসা,
অপথে তার যাওয়া আসা,
না জেনে তার ভেদ খোলসা,
কথার কি মেলে॥
জলে যেমন চাঁদ দেখা যায়,
ধরতে গেলে হাতে না পায়,
লালন ওমনি সাধন দ্বারায়
প’লো গোলমালে॥

৮৪

আপনার আপন খবর নাই।
গগনের চাঁদ ধরবো বলে
মনে করি তাই।
যে গঠেছে এ প্রেম-তরী,
সেই হয়েছে চড়নদারী,

  1. কোনখানে