পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68 _ TTAS MSA SDMTSMMMAAA AAASS লালন শাহ্ ও লালন-গীতিক। অস্থি-চৰ্ম শুন্য রূপ তাহে মহা রসের কুপ, বেগে ঢেউ খেলে । ও তার এক বিষ্ণু অপার সিন্ধু হয় রে এই ভূমণ্ডলে । দেহের দল পদ্ম যার, উপাসনা নাই গো তার ( দেহের সাধন সর্বসার ), - তীর্থ ব্রত যার জন্য এই দেহে তার সব মিলে ॥২ রসিক যারা সচেতন, রস রতি টেনে উজান, রূপ উদয় পলে ॥৩ লাঙ্গন গোড়া নেংটি-এড়া মিছে বেড়ায় রূপ বলে । &V জগত শক্তিতে ভুলালেন সাই । ভক্তি দেও রে যাতে চরণ পাই । ১. কথায় কি মিলে (আদর্শ পুথি ); ২ লীলে (আদর্শ থাত ) ; ○。 “রসবতি টেনে সে জন রূপে উদয় খেলে ;” ( বা-বা-বা গী, পৃঃ ১০৩ ) বাংলার বাউল গানে ‘দেহের দল পদ্ম যার এই অংশটুকু নেই।