পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক ($ রাঙা চরণ দেখবে বলে বাঞ্ছা সদায় হৃদ-কমলে, তোমার নামের মিঠায় মন মজেছে, রূপ কেমন তাই দেখতে চাই । ভক্তি পদো বিক্রিত করে মুক্তি পদো দিচ্ছে তারে যাতে জীব ব্রহ্মাও ঘোরে কাও তোমার দেখি তাই চরণের যোগ্য মন নয়, তথাপি মন ঐ চরণ চায় ; অধীন লালন বলে, হে দয়াময়— দয়া করো আজ আমায় । ®ፃ সবায় কি তার মর্ম জানতে পায়। যে সাধন ভজন করে সাধকে অটল হয়। অমৃত মেঘেরই বরিষণ চাতক ভাবে থেকে সচেতন' ও তার এক বিন্দু পরশিলে শমন জালা দূরে যায়।।৩ SAMS SSTSSASAS SSAS SSMAMS ১. বঞ্চিত (লা-গী, পৃঃ ২৮৩-৮৪ ) ২. জান রে আমার মন (আদর্শ খাতা ) ; ৩, শমন জালা ঘচে যায় (লা-গী, পৃঃ ১৮ ) ;