পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালম-গীতিক Ծ Հ ভজরে জেনে শুনে । নবী কলম-কলেন্দা আলী হাল দাতা ফাতিমা দাতা কি ধন দানে । নিলে ফাতেমায় শরণ ফতে হয় করন লিখেছে ফরমান সাই জবানে }} তুমি মা স্বষ্টিকর্তা স্বষ্টি করলেন সবারি যুগে যুগে মাত হও মা যোগেশ্বরী, তোমার সুযোগ না বুঝিয়ে কুযোগ মজিয়ে মারা গেল এ জীব ঘোর তুফানে । তুমি হও মাতা অবিস্বধারী বেদ-বিধির উপর গন্ত তোমারি, তোমার গম্ভ বোঝা ভার জীবের চেনা হল ভার ভুলে রইলে ভবের ভাব ভূষণে