পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ S २• লালন শাহ ও লালন-গীতিকা (ყ© সাই আমর কখন খেলে কোন খেলা । জীবের কি সাধ্য আছে গুণে* পড়ে তাই বলা । কখনও ধরে আকার কখনও হয় নিরাকার কেউ বলে সাকার সাকার অপার ভেবে হই ঘোল। অবতার অবতরি এতো সম্ভব তারিখ দেখো রে জগত ভরি এক চাদে হয় উজ্জলা । আমার ব্যক্তিগত সংগ্রহে এই গানটির শুরুতে আছে— “ভজরে জেনে শুনে । নবী কলমা কলেন্দা আলী হালদাতা ফাতেমা দাতা কি ধন দানে । নিলে ফাতেমায় শরণ ফতে হয় করণ লিখেছে ফরমান সাইর জবানে ।” ‘ভাবসঙ্গীতের পাঠ ও শোষাক্তটির অনুরূপ । শুনে পড়ে (লা-গী, পৃঃ ১৮৬)। ‘সেও সন্তবে তারি’ ( লা-গী, পৃঃ ১৮৬ )।