পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক \ყ% ব্ৰহ্মাও ভাও মাঝে, সঁগই বিনে কি খেলা আছে, লালন কয়, নাম ধরে সে কৃষ্ণ-করীম-কাল । * (ყ8 সাই-এর লীলা বুঝবি ক্ষেপ কেমন করে । লীলার যার নাই রে সীমা কোন ছলে কি রূপ ধরে । গঙ্গায় গেলে গঙ্গাজল হয গর্তে গেলে কুপজল কয়, ভেদ বিচারে । সাই আমার তেমনি ধারা জানায় পাত্র অনুসারে । ১. কৃষ্ণ-করীম-কালা" এখানে একার্থক । আল্লাহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের কাছে বিভিন্ন নাম পেয়েছেন । তুলনীয় – “মগে বলে ‘ফারাতারা’ ‘গড়’ বলে ফিরিঙ্গী যারা আTল্লা বলে ডাকে তোমায় মোগল, পাঠান, সৈয়দ, কাজী ।” —গ্রাম্য ছড়া ।