পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՆՏյ লালন শাহু ও লালম-গীতিক। আপনি চোর সে আপন বাড়ী, আপনি সে লয় আপন বেড়ী, লালন বলে, এ লাচাড়ি কই না, থাকি চুপে চাপে । ՆԳ কে বুঝিতে পারে কুদ রতি । সে যে আপনি জাগে আপনি ঘুমায় আপনি চোর ২ অশেষ প্রতি । গগনের চাদ গগনেতে রয়, ঘটে-পটে তার জ্যোতির্ময় তেমনি যেন খেদি খোদা হয় - অনন্ত রূপ আকৃতি । নিরাকার সে বটে খোদা অনেকেতে তাই কয় সদা আহমদের কর্ণধে কেব। স্বষ্টি হল উৎপত্তি।।৩ MSMSTTSMAMMMMMS MSMMSMMSMSMMS MSMS MAAA SAAAAA SAAAAA ১. (ক) কই না, থাকি চুপে চাপে ( বা-বা-বা-গা, পৃঃ ৩s ) (খ) কেন থাকি চুপে চাপে ( আদশ খাতা ও লা-গী ) ২. মোরে । ৩. নিরূপ বটে সেহি খোদা আদমের এ দেহের মাঝে অনেকেতে তাই কয় সদা, হায়াত রূপে কে বিরাজে আহ্মদের কবে কেবা লালন বলে তাই না বুঝে নামের স্বষ্টি হল উৎপত্তি । আজাজীলের দুৰ্গতি । ( লা-গী, পৃঃ ১৬৮ )