পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালনগীতিক। ԳՏ জগতপতি ছোবহানে বরকতকে ম? বললে কেনে তার কি মাতা নাই নির্জনে ফকীর লালন ভাবে তাই ।। ১ ԳՀ যেদিন ডিম্ব ভরে ভেসেছিলেন সাই । সেদিন কে ছিল তার সংগে কাহারে শুধাই । পয়ার রূপ ধরিয়ে সে দেখা দিল ঢেউতে ভেসে কি নাম তার পাই নে দিশে আগম ইশারায় বলাৎকওরা তাই । স্বষ্টি না করিল যখন কই ছিল তার আগে তখন শুনতে অসম্ভব সেই বচন একের কুদরতে দু’জন তরাই । আমি তারে না চিনিতে পারি অধর কেমনে ধরি লালন বলে, সেই যে নূরী খোদার ছোট নবীর বড় কেহ কয় । “তার পতি কি নাই যে জনে, লালন ভাবে তাই ।” ( ভা-স-পৃঃ ১৭২ )