পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা qo কে পারে মক্কর উল্লার মক্কর বুঝিতে । আহাদে আহমদ নাম হয় জগতে । আহমদ নামে খোদায় মিম হরফটি নফী কেন কয় মিম উঠায়ে দেখ সবায় কি নাম হয় তাতে । আকারে’ হয়ে জুদা খোদে২ সেই বলে খোদা দিব্য জ্ঞানী নইলে কি তা কে পায় জানতে । "কুল হে আল্লা সুরাতে তার ইশারায় আছে বিচার । লালন বলে, দেখ না এবার দিন থাকিতে । 48 সাই কে বোঝে তোমার অপার লীলে । তুমি আপনি আল্ল ডাক আল্লা বলে । নরেকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী তুমি নিশুমের ফুল আগমে রমুল 叠 এসে আদমের ধড়ে জান হইলে । সাকারেতে ২. খোদা ।