পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাঙ্ক ও লালনগীতিক নিরাকার নিগন্ত ধনি সেও তো সত্য সবায় জানি তিনি সাকারে স্বজন করলেন ত্রিভুবন আশবার আকারে চমৎকার ভাব দেখালে । আত্ম-তত্ত্বে ফাজেল যারা সাই-এর নিগুঢ় লীলা দেখছে তারা তুমি নীরে নিরঞ্জন অকৈতবের ধন লালন খোজে তাই বন-জংগলে । Գ(: কৃতি কৰ্মার খেল কে বুঝতে পারে।

েনিরঞ্জন সেই নূর-নবী নামটি ধরে ।

গঠিতে সয়াল- সংসার এক দেহ দুই দেহ হয় তার আহাদ আর আহ্মদের বিচার দেখ নযারে । লিরিতে নাম আহমদ হয় এক হরফ তার নফী কেন কয়, সে কথাটি জানব কোথায় নিশ্চয় করে । ግo