পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিব। আকার বলিতে খোদা শরাতে নিষেধ সদা আকার বিনে নুর চোয়ালে প্রমাণ কি গো তার ॥১ জাত এলাহি ছিল জাতে কিরূপে এল সিফাতে লালন বলে, নূর চিনিলে ঘোচে অন্ধকার !! brᏬ নরেকারে দুইটি নূরী ভাসছে সদায় করার ঘাটে যোগ অস্তরে হচ্ছে উদয় । একজন পুরুষ একজন নারী ভাসছে সদাই বরাবরি উপরওয়াল সদর বাড়ী যোগ তাতে দেয় । ১. পাঠান্তর— “আকার বলিতে খোদা সুরতে সদা আকার বিনে নূর চুয়ালে প্রমাণ কি গো তার । জাত এলাহি ছিল জুতে কিরূপে এলে। সেফাতে লালন বলে নূর চিনিলে ঘোচে ঘোর আঁধার । ( লী-গী, পৃঃ ১৬১ )