পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե Գ লালন শাহ্ ও লালন-গীতিক। নিবলে নূরের বাতি এসে ঘিরবে কাল-দ্যুতি চৌমহড়া । লালন বলে, পড়ে রবে খাকের ১ পিঞ্জরা । ԵC: যে জন সাধকের মূল গোড়ী । বে-মুরীদ বে-তালিব সেজে ফিরছে সদায় বেদ ছাড়া । গুপ্ত নূরে হয় তার স্বজন, গুপ্ত ভাবে করছে রে ভ্রমণ, যে নূরে নুর-নবী পয়দা, সেই কথাটি দেশ-জোড়া । পীরের পীর দস্তগীর হয়, মুরশিদের মুরশিদ বলা যায়, চিনতে পারে যদি তারে পায় সে পথের দাড়া । কেউ বলে সে মূলাধারের মূল, মুরশিদ বিনে জানবে কে তার ‘উল ? লালন বলে, ভেদ না জেনে ঝঙ্কুমারী হয় বেদ পড়া । SL S M SMMMS SSSSSSS SSAAAASAASAASAASAASAAASMSMT সাধের