পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե 8 লালন শাহ্ ও লালন-গীতিক। brጫ অনাদির আদি শ্রীকৃষ্ণ-নিধি, তার কি আছে কভু গোষ্ঠলীলা । ব্ৰহ্মা-রূপে সে আটলে বসে, লীলাকারী হয় তার অংশ কলা । পূর্ণ চন্দ্র কৃষ্ণ রসিক-শিখরে শক্তির উদয় যাহার শরীরে শক্তিতে স্বজন মহা আকর্ষণ • বেদাগমে যারে বিষ্ণু বলা । সত্য শরণ বেদাগমে গায়— চিদানন্দ রূপ সেই পূর্ণ ব্রহ্ম হয়, জন্ম-মৃত্যু যার নাহি ভবের পর, তবু তো নয় স্বয়ং ই নন্দলাল । দরবীশের দিল-দরিয়। অথাই, অজান খবর সেই জানে ভাই, ভজ দরবীশ পাবে উপদেশ, লালন কয়, উজালা হৃদ-কমলা । AA AGS A SAS SSAS SSAS SSAS SSAS ج- يمكسخصصصصص. ১. মহাসংকর্ষণ ; ২ সোহং ( বা-বা-বা-গা, পৃঃ ১০৬ ) ( স্বয়ং নন্দলালা’ লা-গী, পুঃ ৬০ )