পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা Ե(; ԵԵ՛ বল রে বলাই, তোদের ধরন কেমন হা রে । তোরা বলিস সব রাখাল, ঈশ্বর এই রাখাল মানিস কই রে । আমারে বুঝাও রে বলাই, তোদের তো সে ভাব কিছু নাই তোরা ঈশ্বর বলিস যার, কান্ধে উঠিস তার কোন বিচারে । বনে যেয়ে বন-ফল পাও এ"টো করে গোপালকে দেও, তোদের সে কেমন ধর্ম বল তার মর্ম আজ আমারে । গোষ্ঠে গোপাল যে দুঃখ পায় কেঁদে কেঁদে বলে আমায়, লালন বলে, তার ভাবুক বোঝা ভার এ সংসারে । ԵՏ ওমা যশোদে গো তাই আর বললে কি হবে । গোপালকে যে এটো দিই মা, মনে যে ভাবে ভেবে মিঠার লোভে এটো দিই মা পাপ-পুণ্যির জ্ঞান থাকে না গোপাল খেলে হই সাজনী, পাপ আর পুণ্যি কে দেখে।