পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ, ও লালন-গীতিক। ԵԳ ছেড়ে দে ম হাতের বাধন যাই আমার যেদিকে যায় মন, পরের মাকে ডাকব এখন (লালন বলে) তোর গৃহে আর থাকবে না। ఏS গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে । সে কি সামান্ত ছেলে, তাই ভাবলি মনে । দেবের দুলভ গোপাল, চেনে না যার ফেরের কপাল, যে চরণ আশায় শ্মশানবাসী হয় দেবের দেব শিব পঞ্চাননে । একদিন যার গো-ধেনু হ’রে নিলেন ব্রহ্মা পাতাল পুরে, তাইতে ব্ৰহ্মা দোষী হয়, সবায় জানতে পায় তুমি জান না এই বৃন্দাবনে । যোগীন্দ্র মণীন্দ্র আদি যোগ-শেষে না পায় সে নিধি, সেই কৃষ্ণধন তোমারি গোপাল, লালন বলে, এ কি ঘোর এখানে । ১. “সে কৃষ্ণধন তোমারই পালন, লালন বলে, এ কি ঘোর এখানে ৷” (ভাব-সঙ্গীত, পৃঃ ১৬e)