পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। ৯২ গোপাল আর গোষ্ঠে যাবে না। যা রে যা বলাই তোরাই সবে যা । কু-স্বপন দেখেছি সে যে গোপাল যেন হারিয়েছে বনে বনে ফিরছি কেঁদে খুজে পেলাম না। অভাগিনীর আর কেহ নাই সবে মাত্র একা কানাই, সে ধন হারা হই রে বলাই, কিসের ঘর কল্পা ।। ৰনে আছে অসুরের ভয়, কখন যেন কি দশা হয়, দিবা-রেতে তাইতে সদায় সল ঘোচে না । দেবের চরিত্র বচন শুনে খেদে ঝোরে লালন, কি ছলে তার গমনাগমন দিশে হল না ।