পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা ఫిలి মা তোর গোপাল নেমেছে কালিদয় । সে যে বঁাচে এমন রূপ নয় । কালিদয়ে কমল তুলতে, দিলি কেন গোপালকে যেতে, মরে সে সাপের হাতে বিষ লেগে গোপালের গায় । কালকুটি কালরাগ তারা কালিদয় রেখেছে পোরা বিষে করলে জারা জার বিষ লেগে গোপালের গায় । কংসের কমলের কারণ কালিদয় ম’লো নীল রতন, লালন বলে, পুত্রের কারণ বাচবে না যশোদা মায় । న8 কি ছার রাজত্ব করি । গোপাল হেন পুত্র আমার আক্রর এসে করলে চুরি । ১. আদর্শ পুথিতে শুক্রের কারণ ছিলো