পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিকা মিছে রাজার নামটি আছে, লক্ষ্মী সে তো গা তুলেছে যে হতে গোপাল গিয়েছে সে হতে অন্ধকার পুরী । শোকানল এ চিত্ত মাঝার এক পুত্র গোপাল আমার, ষা হবার তা হলো আমার করে গেল শুষ্ঠ পুরী ॥১ নন্দ-যশোদার ছিল অক্রর মুণি বিষম কাল, প্রাপ্ত কৃষ্ণ হরে নিল, লালন কয়, সে দুঃখ ভারী Ꮌ☾ আজ কি দেখিতে এলি গে। তোরা, বল না তাই । ও আর সে কানাই নাই নন্দের ঘরে, সে ভাব নাই ৷ কানাই হেন ধন হারিয়ে আছি সদায় হত হয়ে বল রে কোন দেশে গেলে আমি সেই নীল রতন পাই । ১. লালন-গীতিকায় তৃতীয় স্তবকটি নেই ; যথা— “শোকানলে ......... শুষ্ক পুরী।” ( পৃঃ ২৪৬ ) ই• ৰে