পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক ধন ধরা গজ বাজী : তাতে মন হয় না রাজি, ওরে আমার কানাই লালের জন্তে প্রাণ আকুল সদায় । কি হবে অস্তিম কালে সে কথাটি রইলাম ভুলে, লালন কয়, এ মায়া-জাল কাটার কি উপায় । ৯৬ যাব রে এ স্বরূপ কোন পথে । স্বরূপ আয় রে আয়, আমায় রজের পথ বলে দে । যার জন্ত ঝোরে নয়ন তারে কোথায় পাব এখন যাব আমি শ্রীবৃন্দাবন, পথের উদিশ করিতে । দেখবো সেই নন্দের” কুমার মনে সাধো হয় রে অামার, মিশ্নতি করি হে তোমার, পথ না পারি তার চিনিতে । ১. সুন্দর, ২ সেই পথের উদিশ জানিতে । ( छलi-?ी, পৃঃ ২২৮ ) పెసి