পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ লালন শাহ ও লালন-গীতিক। একবার সেই গোকুলের চাদ দেখলে জুড়ায় মোর নয়ন-চাদ লালন বলে, গৌরাঙ্গ চাদ সে চাদ দেখলে সফল হয় চিতে । ৯৭ কার ভাবে এ ভাব হঁ। রে জীবন কানাই । করে বঁাশী নাই, মাথে চুড়া নাই । ক্ষীর সর ননী খেতে বঁাশীটি সদাই বাজাতে কি অমুখ পেয়ে তাতে ফকীর হলি রে ভাই । অগরু চন্দন আদি মাখিতে নিরবধি সেই অঙ্গ ধূলায় অস্তুতি এখন দেখতে পাই । বৃন্দাবন যথার্থ বন তোর বিনে হল এখন, মানুষ লীলা করে কোন জন লালন বলে তাই ।