পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SB লালন শাস্তু ও লালন-গীতিক। సెసి কানাই কার ভাবে তোর এ ভাব দেখি রে । ব্রজের সে ভাব তো দেখি না রে । পরনে ছিল পীত ধড়া মাথায় ছিল মোহন চুড়া, করে বঁাশী রে । আজ দেখি তোমার করওয়া কোলীন সার ব্রজের সে ভাব কোথায় রাখলি রে । দাস-দাসী ত্যজিয়ে কানাই এক এক ফিরছ রে ভাই কাঙাল বেশ ধরে । ভিখারী হলি কেঁথা সার করলি, কিসের অভাবে রে । ব্ৰজবাসীর হয়ে নিদয় আসিয়ে ভাই এই নদীয়ায় কি মুখ পাইলি রে । লালন বলে আর কার বা রাজ্য কার, আমি সব দেখি মিছে রে । ১ e o কোথায় গেলি রে কানাই, প্রাণের ভাই । একবার এসে দেখা দে রে প্রাণ জুড়াই ।