পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sர লালন শাহ্ ও লালন-গীতিকা ১ e8 ওগো রাই-সাগরে নামলো স্যামরায় । তোরা ধর গো হরির নাগর ভেসে যায় । রাই-প্রেমের তরঙ্গ ভারী, তাতে ঠাই দিতে কি পারবে গো হরি, ছেড়ে রাজস্ব প্রেমের ঔদাস্য, • কৃষ্ণের চিন্তায় খেতা উড়ে গায় । ওগো চার যুগেতে ঐ কেলে সোনা, তবু শ্রীরাধার দাস হতে পারলে না, যদি হত দাস যেত অভিলাষ তবে কেন আসবে নদীয়ায় । তিনটি বাঞ্ছা অভিলাষ করে হরি জন্ম নিল শচীর উদরে ২ সিরাজ সাইয়ের বচন, ভেবে কয় লালন, সে ভাব জানলে প্রেমের রসিক হয় ।” Seó. কৃষ্ণ বিনে তৃষ্ণা ত্যাগি । ভবে সেই বটে গো শুদ্ধ অনুরাগী । ১. উদিস্য, ২, ঘরে (আদর্শ থাত ) ৩. সিরাজ-চরণ ভেবে কয় লালন সে ভাব জানায় । (লা-গী, পৃঃ ২৩• )