পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক যদি মন দিলে রাধারে, তবে শ্যাম কুজারে ম্পর্শ করতো না, এক মন কয় জায়গায় বেচে, তাও তো জানলাম না । চত্রাবলী মত্ত রস-রঙ্গে ভেবে দেখ না, তেমনি অনন্ত ভ্রান্ত শ্যামের যায় জানা । জানলে প্রেম গোকুলে লইত না খেতা গলে, নদীয়ায় আসত না, অধীন লালন কয়, কর এ বিবেচনা ৷ SSo আর কি আসবে সেই কেলে শশী এই গোকুলে । তারে চেনেনা গোকুলবাসী কি ভোলে । Տ օծ