পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালুন-গীতিকা গোপী-অনুগত যারা ব্লজের সে ভাব জানে তারা, কামের ঘরে শড়কী মারা, মরায় মরে ধরায় ধরে পুরুষ ও প্রকৃতি স্মরণ থাকতে কি হয় প্রেমের কারণ সিংহের দায় দিয়ে লালন, শৃগালের কাজ করে ফেরে ১১২ পীরিত অমূল্য নিধি । বিশ্বাস মত কার হয় যদি । এক পীরিত শক্তিপদে মজে ছিল চণ্ডী-চাদে জানলে সে ভাব মনকে বেঁধে ঘুচে যেত পথের বিবাদি ১. “গোপী অনুগত যারা রজের সে ভাব জানে তারা কামের ঘরে শড়কী মার। জেন্দা মরে অধর ধরে ।।’’ ( ভা-স, পৃঃ ১৪৬ )