পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Seఆ লালন শাহ্ ও লালন-গীতিক। এক পীরিত ভবানীর সনে করেছিল পঞ্চাননে, নাম রহিল ত্রিভুবনে কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সিদ্ধি । এক পিরীত রাধার অংগ, পরশিয়ে শ্যাম গৌরাঙ্গ, কর লালন এমনি সংগ কহে সিরাজ সাই নিরবধি । ১১৩ আর তো কালার সে ভাব নাইকো সই । সে না ত্যজিয়ে মদন প্রেম-পাথারে খেলছে সদাই প্রেম বাপই । অগুরু চন্দন ভূষিত যে সদায় সেই কালাচাঁদ ধূলায় লুটায় ও না থেকে থেকে বলছে সদায় সাই দরদী কই গো কই । সংমুখ বিরিঞ্চি আদি যার তারি অপচলা ঝোলা করওয়া কেীপীন সার প্রভু শেষ লীলা করলেন জারী আনক আইন দেখ না ঐ । _ ১. মিশুক বিরিঞ্চি আদি যার" (লা-গী, পৃঃ ৩১২ )