পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ১• ১১৬ নারীর এত মান ভালো নয় গো কিশোরী । যত সাধের শু্যামের মান Ha বাড়াও ভারী ।। ১ ধন্য তোর বুকের জোর কাদাও জগত-ঈশ্বর, ক'রে মান জারী । ইহার প্রতিশোধ না নিবেন কি সেই হরি । ভাবে বুঝিলাম দড়, শ্যাম হতে মান বড় হোল তোমারি । থাক থাক রাই, দেখিব সব ভারি ভুরী । দেখেছে কে কোথায়, পুরুষকে নারীর পায় ধরায়, কোন নারী । রাগে কয় বুলে,— লালন কি জানে তারি। కా ‘বত সাধে শ্যাম আরও মান বাড়াও ভারী’ । (লা-গী, পৃঃ ২৫২ ) ఏ eసి