পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ১১৭ যাও হে শ্যাম” রাই-কুঞ্জে আর এস না । এলে ভাল হবে না । গাছ কেটে জল ঢালছ পাতায়, এ চাতুরী শিখলে কোথায়, উচিত ফল পাইবে হেথায়, তা নৈলে টের পাব না। করতে চাও স্যাম নাগরালি, যাও যথা চন্দ্রাবলী, এ পথে পড়েছে কালি এ কালি আর যাবে না । কেলে বঁধু জানা গেল, উপর কাল ভিতর কাল, লালন বলে, উভয় ভাল করি উভয় বন্দন । ᎼᎽbr যাই ব্ৰজপুরে যাই, কোন পথে যাই, ওরে বল রে তাই । আমার সাথের সার্থী আর কেহ নাই । ‘খাম’ নামের উল্লেখ লালন-গীতিকায় নেই । ( পৃঃ ২৫৪)