পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিকা పిసిసి কোথা রাধে, কোথা কৃষ্ণ ধন, কোথা রে তোর সব সখিগণ, আর কতদিন চলিলে সে চরণ পাই । যার জন্য মুড়িয়েছি মাথা, তারে পেলে যায় মনের ব্যথা, কি সাধনে সে চরণে পাব ঠাই । তোর যত স্বরূপ গানেতে বর দে গো কৃষ্ণের চরণ পাই যাতে ; অধীন লালন বলে, কৃষ্ণ-লীলার অস্ত নাই । SSసి ওগো ব্রজ-লীলে এ কি লীলে । কৃষ্ণ গোপীকারে জানালে । যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ, আশবার গুরু বলে ভজলে তার চরণ এ কি ব্যবহার, শুনে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে । লীলা দেখিয়ে কম্পিত ব্ৰজধাম, নারীর মান ঘুঢ়াতে যোগী হলেন স্যাম, দুর্জয় মানের দায়, বাকী স্যামরায় নারীর পাদপদ্ম মাথায় নিলে । ১ কল্পিত ; (লা-গী, পৃঃ ২৫৫ )