পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালম শাহ ও লালন-গীতিক SSని কৃষ্ণ-লীলের লীলে অথাই, থাই দিবে কেউ সে সাধ্য নাই, যেন কি ভাবিয়ে কি করে যাই, লালন বলে, প’লাম বিষম ভোলে । ১২১ কৃষ্ণ পদ্মেরী কথা কর রে দিশে । রাধা কাস্তি পয়ে উদয় হয় মাসে মাসে । না জেনে সেই রাগ নিরূপণ রসিক নাম ধরে সে কেমন অসময় বীজ করলে রোপণ কৃষি হয় কিসে।। সামান্যেতে বিচার কর কি সাধনায় ফেরে। অমূল্য ধন পেতে পার তাহে অনায়াসে । শুনতে পাই আন্দাজী কথা বর্তমানে জান হেথা লালন বলে, জন্ম নুক্ত।’ দেখ রে কিসে । ১. “লালন কয়, সে জন্মলতা দেখরে কিসে।” (লা-গী, পৃঃ ৯৯)