পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিক। ধর্মাধর্ম নাই সে বিচার, কৃক-মুখে মুখ গোপীকার হয়ে নিরস্তুরী । তাইতে দয়াময় গোপীর সদয় মনের প্রমে তা জানতে নারি । গোপী-ভাব সামান্য বুঝে হরি কে না পেল ভজে” শ্ৰীনারায়ণী । লালন কয়, এমন আছে কত জন বলতে হয় দিন আখেরী । ১২8 ব্লজের সে ভাব সবায় কি জানে । যে ভাবে শু্যাম বাধা আছে গোপীর সনে গোপী-অনুগত যার, রজের সে ভাব জানে তারা, নিহেতু ভাব অধর ধরা আছে যাহাদের সনে । গোপী ভিন্ন জানে কে বা, শুদ্ধ রস অম্বত সেবা, পাপ-পুণির জ্ঞান থাকে নী কৃষ্ণ দরশনে । ১ খুজে (লা গী, পৃঃ ২৪৭) SS&