পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ১২৩ জান না মন শুকনা কাঠে কবে তার মালঞ্চ ফোটে, প্রেম নাই যার চিতে তেমনি কাষ্ঠ সে, নিজ মুখ জন্ত পরপুতম বলিদান দেয়।” সে প্রেমের রসিক যার ফণী যেমন মণিহারা, দেখলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ আমার দয়াল চাদ তাহারে থাকে সদয় । যোগীজে মণীয়ে আদি, যোগ সেধে না পায় সে নিধি, প্রেম দিয়ে তারে বাধলে গোপীরে অধীন লালন বলে, সে প্রেম কি ঘটবে আমার । ১৩8 চিনবে তারে এমন আছে কোন ধনি ৷ নয় সে আকার নয় নিরাকার – নয় ঘর খানি"। ১. ‘ওমনি প্রেম নাই যার ওমনি কষ্টে, সে নিজ মুখ সাধনা বলিদান দেয় ।” (লা-গী, পৃঃ ۰ دد(