পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ, ও লালন-গীতিকা ఏ8వ ঘরে কি হয় না ফকীরী । কেন হলি রে নিমাই আজ দেশান্তরী। ভ্ৰমি বার P বসে তের, আরও তো হতে পারে কার, বনে গেলে হয়, সেও তো কথা নয় মন না হলে নিবিকারী । মন না মুড়ায়ে কেশ মুড়ালে তাইতে কি রতন মেলে, মন দিয়ে মন বেঁধেছ যে জন তারি কাছে সদায় বাধা হরি । ফিরে ঘরে চল রে নিমাই ঘরে সাধলে হবে কামাই বলে এই কথা কঁাদে শচী মাতা লালন বলে, লীলের বালিহারী। ఏ&o এ ধন-যৌবন চির দিনের নয় । অতি বিনয় করে নিমাই মায়েরে কয় ১. ভিমরে বার (নিজস্ব সংগৃহীত গানের পাঠ ) ১৩৭