পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা বন পোড়ে তা সবাই দেখে মনের আগুন কে বা দেখে, আমার রসরাজ চৈতন্য বই । গোপীর এমনি পড়ে দশা ও কি মরণ - দশা অবোধ লালন রে তোর সে ভাব কই । ১৫৩ সামাপ্ত জ্ঞানে কি তার মর্ম জানা যায় । যে ভাবে অটল হরি এলে নদীয়ায় । জীব তরাণে অংশ হতে বাঞ্ছা তার নিজে আসিতে আরও বাঞ্ছা হয় তাতে অঙ্গদের বাঞ্ছায় । শুনে অঙ্গদের হুহুংকারী এল কৃষ্ণ নদে পুরী বেদের অগোচর তারি সেই লীলে হয় । ধন্য রে গৌর অবতার কলিকালে হল প্রচার কলির জীব পাইল নিস্তার লালন গোল বাধায় । ১• মনন