পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ృ8్ఫ S్ఫ68 দাড়া কানাই একবার দেখি । কে তোরে করিল বেহাল হলি রে কোন দুঃখের-দুঃখী । পরনে ছিল পীত ধড়া মাথায় ছিল মোহন চুড়। সে বেশ হইল ছাড়া বেহাল বেশ নিলি কোন সুখী । ধেনু রাখতে মোদের সাথে আগব! আবাP ধবনি দিতে এখন এলে নদীয়াতে হরির ধবনি দাও এ ভাবে কি ।। ভুল বুঝি পড়েছে ভাই তোর আমি সেই ছিদাম নফর লালন কয়, ভাব শুনে বিভোর দেখিলে সফল হত আঁখি । S66; কে তোমায় এ ভূষণে সাজাইল বল শুনি । জেলা দেহে মরার বেশ খিরকা তাজ আর ডোর কপিনী ১. আবাই আবাই ধ্বনি দিতে’ (লা-গী, পৃঃ ২৪ )