পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ9३ লালন শাহ, ও লালন-গীতিক। জ্যাস্তে মরার পোশাক পরা আপনি ছরাদ আপনি সারা, ভব-লোকে ভয়ংকরী দেখে অসম্ভব করণি । মরণের আগে মরে শমনে ছোবে না তারে, শুনেছি সাধুর দ্বারে তাই বুঝি করেছ ধনি । সেজেছ সাজ ভালই তো রে মরে যদি ডুবতে পারে। লালন কয়, যদি ফের দুকুল হবে অপমানী ॥১ ১. ‘লালন-গীতিকা’র পাঠটি বড়ো মজার । তার প্রথম অংশ এখানে তুলে দিচ্ছি--- "কে তোমায় এ বেশ ভূষণে সাজাইল বল শুনি । জেল দেহে মরগারো বেশ বোরকা তাজ আর ডোর কোপিনী । জেলা মরার পোষাক পরা আপন ছরছাদ আপনি সারা ভবো ডঙ্কাবা দেখে অসম্ভাব করনি ।” ( જૂs ૨8 )