পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক $8లి SGU মনের কথা বলব কারে । মন জানে আর জানে, মরমে মজেছি মন— দিয়ে যারে । মনের তিনটি বাসনা নদীয়ায় করব সাধনা, নইলে মনের বিয়োগ যায় না তাইতে ছিদাম এ হাল মোরে । কটিতে কেীপীন পরিব করেতে করঙ্গ লব মনের মানুষ মনে রাখব কর জোগাব মনের শিবে । যে দায়ের দায় আমার এমন রসিক বিনে বুঝবে কোন জন গেীর হয়ে নন্দের নন্দন লালন কয় সে বিনয় করে । ১৫৭ কার ভাবে শ্যাম নদেয় এলো । ও তার ব্রজের ভাবে কি অ-মুসার ছিল । গোলকেরি ভাব ত্যজিয়ে সে ভাব প্রভু ব্ৰজ পুরে লয়েছিল যেহি ভাব এবে নাহি তো সে ভাব দেখি নতুন ভাব এ ভাব বুঝিতে কঠিন হল ।