পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লাঙ্গল-গীতিক সত্য যুগে সংগী কে সখী ছিল ত্রেতায় সংগী সীতালক্ষ্মী হল এবার দ্বাপরের সংগিনী রাধা-রঙ্গিনী কলির ভাবে তারা কোথায় বল । কলি যুগের ভাব একি বিষম ভাব নাহি ব্ৰত-পূজা নাহি অন্য লাভ ছিল দণ্ডী বেশ কেবল দণ্ড কমণ্ডলু নিতাই আবার তাহা ভেঙ্গে দিল।। উহার ভাব জেনে ভাব নেওয়া হল দায় না জানি কখন কি ভাব উদয়, করল তিনটি লীলা একা নদীয়ায় লালন ভেবে দিশে নাহি পেল । Տ(:Ե՞ শুনি অজান এক মানুষের কথা প্রভু গেীর চাদ মুড়ালে মাথা । হায় মানুষ কোথায় সে মানুষ, বলে প্রভু হলেন বেহুশ দেখে সব নদীয়ার মানুষ বলে না তা । কোন মানুষের দায়ে গেীর পাগল পাগল করলে নদের সকাল রাখলে না কারো জাতের বোল প্রেমে একাকার করলে সেথা ।