পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s8૭ লালন শাহ্ ও লালনগীতিকা থেকে থেকে গোরার হৃদয় কত ভাব হয় গো উদয় ভাব জেনে ভাব দিতে সদায় জানবি কেমন কঠিন ধারা । পুরুষ-নারীর ভাব থাকিতে পারবি নে সে ভাব রাখিতে, আপনার আপনি হয় ভুলিতে যে জন গোঁর রূপ নিহার। গৃহে ছিলি ভালই ছিলি, গেীর হাটায় মরতে এলি লালন বলে, কি আর বলি, দু’কুল যেন হোস নে হারা । SU్ఫ যদি গেীর চাদকে পাই । গেল গেল এ ছার কুল তাতে ক্ষতি নাই । জন্মিলে মরিতে হবে কুল কি কারো সংগে যাবে, মিছে কেবল দু'দিন ভবে করি কুলের বড়াই ।