পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ১৬8 আমার এ কি কবার কথা আপন বেগে আপনি মরি। গোঁর এসে হৃদয় বসে - করে আমার মন চুরি । কি বা গোঁর রূপ লম্পটে ধৈর্য ডুরি দেয় গো কেটে, লঙ্গা-ভয় সব পালায় ছুটে যখন ঐ রূপ মনে করি । গৌর দেখা দিয়ে ঘুমের ঘোরে চেতন হয়ে পাই নে তারে পলাইল কোন শহরে নব দলের রাসবিহারী ॥১ মেঘে যেমন চাতকেরে দেখা দিয়ে ফাকি করে লালন বলে, তাই আমারে করলেন গুরু বরাবরি । ১৬৫ তা কি পারবি তোরা সেই প্রেম সাধনে । যে প্রেমেতে কিশোরী-কিশোর মজেছে দু’জনে । ১. রস-বিহারি పి&షి